Header Ads

আপারে বড় সাফল্য চাকরী প্রার্থীদের! সুখবর শোনালেন চেয়ারম্যান। Exclusive

নজরবন্দি ব্যুরো: আপারে বড় সাফল্য চাকরী প্রার্থীদের। আজ নিয়োগ ও মেরিট লিস্ট কবে দেবে সরকার সেই বিষয় নিয়ে আলোচনা ছিল চেয়ারম্যানের সাথে।
জানা গিয়েছে, ২০১২ সালে টেট পাশ সার্টিফিকেট পেয়েছিল যে সব সফল চাকরী প্রার্থীরা ও ২০১৫ সালে যারা টেট পাশ করেছিল তাদের দিকে বিশেষ নজর দেবে সরকার এবং কত ট্রেন্ড ও নন-ট্রেন্ড পরীক্ষার্থী এই টেট পাশ করেছেন তাদের একটি তালিকা প্রকাশ করবেন চেয়ারম্যান তথা কমিশন।

যদিও এই বিষয়টি তিনি লিখিত ভাবে কিছু বলেন নি। সবটাই মৌখিক ভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যারা ২০১৫ সালে যারে টেট পাশ করেছেন এবং সার্টিফিকেট পান নি, তাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করবে সরকার।নির্বাচনের আগেই হবু শিক্ষকদের সমস্যা মেটাতে কি উদ্যোগ নিল চেয়ারম্যান? পড়ুন EXCLUSIVE

তবে নিয়োগ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে তাই চাকরী প্রার্থীদের বয়সের ছাড়ের ব্যবস্থা করবে সরকার। তবে কবে নিয়োগ বা মেরিট লিস্ট পাবে চাকরী প্রার্থীরা সেই বিষয়ে কোন নিশ্চয়তা দেননি চেয়ারম্যান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.