Header Ads

বেতন বৃদ্ধির দাবিতে ময়দানে তৃণমূলের শিক্ষক সংগঠন! আশার আলো দেখছেন শিক্ষকরা।

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে প্যারাটিচারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু শিশু এবং মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী কোন নজর দিচ্ছে না বলে অভিযোগ। তাঁদেরও বেতন বাড়াতে হবে, এই দাবি সামনে রেখে বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখালেন প্রায় হাজার দু'এক শিক্ষক।

পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা-বিষয়ক কর্মচারী ফেডারেশন অনুমোদিত এসএসকে ও এমএসকে যৌথ শিক্ষক সমিতি রাজ্য প্রকল্প অধিকর্তা স্বাতী বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেন বলে জানা গিয়েছে। বেতনবৃদ্ধির দাবি ছাড়াও এমএসকেগুলিকে মাধ্যমিক স্তরে উন্নীত করার দাবিও অনেক দিনের। সংগঠনের তরফে রাজ্য সভাপতি মুকলেস রহমান বিশ্বাসের দাবি, স্বাতী বন্দ্যোপাধ্যায় তাঁদের বেতনবৃদ্ধির দাবিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।

পঞ্চায়েত মন্ত্রীও বেতনবৃদ্ধির বিষয়টিতে একমত হয়েছেন বলে মুকলেসের দাবি। সরকার ঘেঁষা এই সংগঠন বৃহস্পতিবার যেমন এই দাবি জানিয়ে এল, তেমনই সরাসরি আসরে নেমেছে তৃণমূলের শিক্ষক সংগঠন।
এখন দেখা যাক ভবিষ্যতে এই দাবিদাওয়া হয় কি না। আর সেই দিকে তাকিয়ে শিক্ষকরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.