Header Ads

এবার টিকিট ছাড়া ট্রেনে উঠলে তাঁকে আর নামিয়ে দেবেনা টি টি! কেন জানুন।

নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে টিকিট ছাড়া ট্রেনে উঠলে জোর করে নামিয়ে দেওয়া হবে না ও বড়সড় জরিমানাও নেওয়া হবে না। শুধু টিকিট নিয়েই নয়। রেলের আরও
বিভিন্ন দিকগুলির মান উন্নত করতে ও যাত্রীদের সন্তুষ্টি বাড়াতে রেলের কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে রেল। টিটি, বুকিং কাউন্টার কর্মী ও স্টেশন মাস্টার, অর্থাৎ যাদের সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলতে হয়, তাঁদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রেল মন্ত্রক। এর ফলে কোনও টিকিটহীন যাত্রীকে নামিয়ে দেওয়া হবে না। টিকিটহীন যাত্রী ধরা পড়লে তাঁকে যা ট্রেনের ভাড়া তাই দিতে হবে।

সঙ্গে অল্প কিছু জরিমানা দিতে হবে। কিন্তু যদি কোনও আসন ফাঁকা না থাকে, তাহলে পরের স্টেশনে নামতে হবে টিকিটহীন যাত্রীকে। রাতে যদি কোনও মহিলা যাত্রী টিকিট ছাড়া যাত্রা করেন এবং কোনও আসন ফাঁকা না থাকে, তা হলে পরবর্তী গুরুত্বপূর্ণ স্টেশনে তাঁকে নামিয়ে দিয়ে একটি বিশ্রামাগার বুক করে দেওয়া হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.