Header Ads

আসানসোল শহর ও শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আবেদন মেয়র ও বাবুলের।

নজরবন্দি,আসানসোলঃ রামনবমীর মিছিল কে ঘিরে গত সোমবার সকালে রানীগঞ্জের পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে৷রাজের বাঁধ এলাকায়
উত্তপ্ত পরিবেশে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে৷পরে সেই সংঘর্ষ দ্রুত সমগ্র রানীগঞ্জে ছড়িয়ে পড়ায় বহু মানুষ হতাহত হন৷ভাঙা পড়ে বেশ কয়েকটি দোকান -বাড়ি ও গাড়ি৷পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশও আক্রান্ত হন৷আক্রান্ত হন চিত্র সাংবাদিকেরাও৷এই উত্তপ্ত পরিবেশ কে স্বাভাবিক করতে গতকালই রানীগঞ্জ শহরে পৌঁছান মেয়র৷দমকল ও পুলিশ বিভাগকে সবসময় পরিস্থিতি অনুযায়ী সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়৷

শেষ পর্যন্ত রাতের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মেয়র ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে জনগণের কাছে আবেদন রাখেন৷পাশাপাশি মঙ্গলবার থেকে রাজ্যের সর্বত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু৷সব মিলিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে বদ্ধপরিকর হয় প্রশাসন৷তবে বর্তমানে রানীগঞ্জের সর্বত্র যান চলাচল বাজার ও দোকানপাট বন্ধ হয়ে রয়েছে৷সাধারণ মানুষও ঘর ছেড়ে বিশেষ বাইরে বের হচ্ছেন না৷এরকম পরিস্থিতিতে বেশ সমস্যার সম্মুখীন হয়েছে রানীগঞ্জ অঞ্চলের পরীক্ষার্থীরা৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.