Header Ads

পঞ্চায়েতের আগেই বিরোধী শিবিরে ভাঙন! ভিড় বাড়ছে শাসক দলে।

নজরবন্দি ব্যুরো: মুর্শিদাবাদে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে প্রায় প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে জেলার কংগ্রেস, বাম ও বিজেপি সহ বিরোধী শিবির। বিরোধী শিবিরের এই নিয়মিত ভাঙনে আনন্দিত শাসক দলের নেতারা।
অধীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদে এখন কংগ্রেস-সিপিআই(এম) ও বিজেপি সহ শাসক দলের ভাঙন এখন বেশ পরিচিত ছবি হয়ে দাঁড়িয়েছে। গত ৮ মার্চ কান্দির বিধায়ক কংগ্রেস ছেড়ে শাসক শিবিরে নাম লিখিয়েছেন।

কংগ্রেস দলের ভাঙনের এক সপ্তাহ কাটতে না কাটতেই বুধবার নবগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লাইলি মণ্ডল, সিপিআই(এম)এর স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক অরূপ ঘোষ, সাগর-দীঘি ব্লকের মনিগ্রাম পঞ্চায়েতের সিপআই(এম) সদস্য আজাদ সহ প্রায় ১৯০ জন কর্মী তৃণমূলে যোগদান করেন বলে স্থানীয় ও তৃণমূল সূত্রে খবর। বুধবার বহরমপুর জেলা

তৃণমূল কার্যালয়ে জেলা সভাপতি সুব্রত সাহা ওই যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.