Header Ads

দামামা বাজলো পঞ্চায়েত নির্বাচনের। জেলা শাসকের অফিসে চলে এল ইভিএম!

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক জনসভায় ঘোষনা করেছিলেন আগামী ২/৩ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে।

আর ঠিক এক সপ্তাহের মধ্যে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের অফিসে পৌছে গেলো ১৩০০ ইভিএম বাক্স।আজ দুপুরে জেলা শাসক অফিসের কাছে কল্যানপুর এডিডিএ মাঠে নামানো হয় বিহার থেকে আসা ব্যালট বাক্স বা ইভিএম মেশিন।পশ্চিম বর্ধমানের বিভিন্ন ব্লকে চাহিদা অনুযায়ী ঐ সব বাক্স পাঠিয়ে দেওয়া হবে।


ইভিএম পৌছানোর খবরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তোড়জোড় শুরু হয়ে গেল।মমতা ব্যানার্জীর ভাষনে যে খুব শীঘ্র পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষনা হয়ে যাব সেটা টের পেয়েছিল শাসক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল
এবার ইভিএম মেশিন পৌঁছানোর সাথে সাথে শুরু হয়ে গেল নিজেদের ঘর গোছাবার প্রতিযোগিতা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.