Header Ads

সরকারি কর্মীদের জন্য আরও একপ্রস্থ সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার!

নজরবন্দি ব্যুরোঃ ডিএ, ষষ্ঠ বেতন কমিশন সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের ক্ষোভ যখন ঊর্ধ্বমুখী তখন কর্মীদের জন্য আরও এক দফায় সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের তরফে বিশেষ নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কেন্দ্রের রেল বিভাগে কর্মরত কর্মীদের জন্য বিশেষ সুবিধা আনা হচ্ছে। গত ২৭ মার্চ পার্সোনেল, পাবলিক গ্রিভ্যান্স এবং পেনশন মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বা ডিওপিটি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি দেওয়া হবে কর্মীদের। অর্থাৎ দেশের যে কোনো জায়গায় পরিবারকে সঙ্গে নিয়ে রেলের কর্মীরা ট্রেন বা বিমানে সফর করতে পারবেন। প্রতি চার বছর অন্তর পাওয়া যাবে এই সুবিধা।

এছাড়াও দেশের অসংগঠিত ক্ষেত্র গুলিতে কর্মীদের জন্যেও ভালো খবর দিলো বিজেপি সরকার। এই ক্ষেত্র গুলিতে কর্মীদের জমা করা ইপিএফ-এর ১২ শতাংশের সমস্তটাই এবার থেকে দিয়ে দেবে কেন্দ্র। আপাতত আগামি ৩ বছর এই ১২ শতাংশ কর্মীদের ইপিএফ-এ দেবে কেন্দ্রীয় সরকার। গতকাল এবিষয়ে বৈঠক হয়। তবে এই বিশেষ সুবিধা পাবেন শুধুমাত্র বর্তমানের কর্মীরাই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.