Header Ads

বিজেপি করলেই মিলবে 'ওষুধ'! শাসক শিবিরে বাড়ছে গেরুয়া জ্বরের তাপমাত্রা?

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর এরাজ্যেও বইতে শুরু করেছে বিজেপির হাওয়া। আর সেই হাওয়ায় রীতিমত কাঁপুনি ধরিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসে, মনে করছে রাজনৈতিক মহল। বিজেপিকে রুখতে অবশেষে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করলো তৃণমূল নেতারা।
ঘাটালের বিজেপি নেতা জগন্নাথ কারক। তার 'অপরাধ' তিনি বিজেপি করেন। আর সেই কারণে তাকে ফোন করে 'ওষুধ' দেওয়ার হুমকি দিল স্থানীয় তৃণমূল নেতা শংকর দোলই। জগন্নাথ বাবুর অভিযোগ, বুধবার তাকে ফোন করেন ওই তৃণমূল নেতা। জগন্নাথ বাবু কেন বিজেপিকে সমর্থন করেন এই প্রশ্ন করেন শংকর। তার জবাবে জগন্নাথ কারক বলেন, কে কোন দলকে সমর্থন করবে তা তার ব্যক্তিগত অধিকার। অন্য কেউ জোর করতে পারে না এক্ষেত্রে।

জগন্নাথ বাবুর এই কথায় চটে যান শংকর দোলই। হুমকির সুরে বলেন, "বিজেপি করার শখ হয়েছে? দেখে নিচ্ছি। ওষুধ দিচ্ছি তোমাকে।" কিন্তু এভাবে ওষুধ দিয়ে কতজনকে দমিয়ে রাখবেন? আর হঠাৎ এই ওষুধ দেওয়ার প্রয়োজনই বা কেন পড়লো? বিরোধী শিবিরের বক্তব্য, ক্ষমতা হারানোর ভয়েই এসব করছে শাসক দল। কিন্তু এভাবেও কি শেষরক্ষা হবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.