Header Ads

নন্দীগ্রামের ১৪জনের মৃত্যুকে স্মরণে রেখে ১৪ই মার্চ রাণীগঞ্জ ব্লকে কৃষি দিবস পালন৷

নজরবন্দি,আসানসোলঃ নন্দীগ্রামের ঘটনাকে স্মরণে রেখে ১৪ই মার্চ মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রাণীগঞ্জ ব্লক অফিসে পাশাপাশি আটটি ব্লককে নিয়ে কৃষি-দিবস পালন করা হয়৷
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান ও আসানসোল দঃ এর বিধায়ক তাপস ব্যানার্জী,জেলার কৃষি অধ্যক্ষ নরেন চক্রবর্তী,জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও ব্লক সভাপতি সৌরভ হাঁড়ি মহাশয়৷এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রতিটি ব্লকের একজন করে মোট আটজন কৃষককে কৃষক রত্ন পুরষ্কারে সম্মানিত করা হয় দশ হাজার টাকার চেক প্রদানের মাধ্যমে৷

কৃষকরা তাদের সমস্যাগুলি তুলে ধরেন চাষের ক্ষেত্রে৷মূলত শিল্পাঞ্চলে চাষ-আবাদের ক্ষেত্রে জলের সমস্যা রয়েছে৷সেই সমস্যা সমাধানে ব্লক স্তরে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানানো হয়৷পাশাপাশি ৩৪বছরের না এর রাজ্য থেকে পশ্চিমবাংলা এখন হ্যাঁ এর রাজ্যে পরিণত হয়েছে বলে অভিমত প্রকাশ করেন তাপস ব্যানার্জী মহাশয়৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.