Header Ads

চলে গেলেন ‘ব্ল্যাক হোল থিওরির’ জনক।

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াণ হলেন বিশ্ববন্দিত এই পদার্থবিজ্ঞানীর স্টিফেন হকিং। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।১৯৬৩ সালে, মাত্র ২১ বছর বয়সে স্নায়ুর
জটিল অসুখে আক্রান্ত হলে চিকিৎসকরা জানিয়েছিলেন তিনি আর ২ বছর বাঁচবেন, কিন্তু সব্বাই কে ভুল প্রমাণ করে ৭৬ বছর পর্যন্ত বাঁচলেন এই ‘ব্ল্যাক হোল থিওরির’ জনক। তাঁর জন্ম ১৯৪২ সালের ৮ জানুয়ারি। ছোটবেলায় পড়াশোনায় তিনি ছিলেন একেবারেই সাধারণ স্টিফেন হকিং। তবে, নানা বিষয়ের বই পড়তে ভালবাসতেন তিনি। যার ফলে, সমবয়সীদের তুলনায় বিভিন্ন বিষয়ে তাঁর জ্ঞান ছিল। বন্ধুরা তাই তাঁকে ‘আইনস্টাইন’ বলেই ডাকত। শারিরীক অক্ষমতা থাকা সত্ত্বেও,

২০০৭ সালে, ৬৫ বছর বয়সে মহাকাশে গিয়েছিলেন স্টিফেন হকিং। স্টিফেন হকিং-কে বলা হয় ‘ব্ল্যাক হোল থিওরি’র জনক। ১৯৯৭ সালে মার্কিন পদার্থবিজ্ঞানী জন প্রেসকিল তাঁর সঙ্গে ‘বেট’ লড়েছিলেন যে, ব্ল্যাক হোল থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না। কিন্তু, ২০০৪ সালে, তিনি নিজের ভুল শিকার করে নেন। তাঁর মৃত্যুতে পৃথিবীর বিজ্ঞান মহলে বড় শূন্যতা তৈরি হলো।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.