Header Ads

রাম-নবমীর আগের দিন বামেদের ডাকা সম্প্রীতি মিছিলে মানুষের ঢল, কটাক্ষ অনুব্রতর

নজরবন্দি ব্যুরো: আগামী কাল রাম নবমী। আর ওই দিনে অস্ত্র নিয়ে রাস্তাতে হাঁটা যাবে কি যাবেনা তা নিয়ে বিতর্ক ছিল। রাজ্যের শাসক দল চায় এই রাজ্যে গেরুয়া বাহিনী যেন অস্ত্র হাতে দাপাদাপি না করে।আর বিজেপি চায় এর উল্টোটাই করে পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজ্যে তাদের নিজেদের শক্তির জানান দিতে।

শাসক দলের এই রকম কর্মকাণ্ডে এই রাজ্যে ধর্মীয় মেরুকরণের চিত্র প্রায় স্পষ্ট। যখন রাজ্যের জনগণ সাম্প্রদায়িকতার জ্বরে আক্রান্ত, তখন এক সম্প্রীতির ছবি ধরা পড়ল বীরভূমের রামপুর হাট এলাকায়।
জানা গিয়েছে, এই সম্প্রীতি মিছিলের ডাক দেয় বামফ্রন্ট। এই মিছিলের মূল উদ্দেশ্য রাজ্যে সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনা । আর সেই উদ্দেশ্য নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে রামপুর হাট এলাকায় মিছিলে পা মেলালেন এই এলাকার কয়েক হাজার বাম সমর্থক।

মিছিলে বাম সমর্থক ছাড়াও মিছিলে ওই এলাকায় ধর্মনিরপেক্ষ কয়েক কাজার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়বার মতন।


এই সম্প্রীতি মিছিল নিয়ে কটাক্ষ করেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি কটাক্ষের সুরে বলেন, বিমান বসুর বয়স হয়েছে তো , উনি এখানে মিছিল করতে নয়, তীর্থ করতে এসেছেন। তবে অনুব্রতর মাথাতে অক্সিজেন পৌঁছায়না বলেও পাল্টা কটাক্ষ করেন বিমান বাবু।
কি বললেন বিমান বসু ? দেখুন ভিডিও
https://youtu.be/rtq_Qe1-QV4
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.