Header Ads

অবশেষে আজ আসানসোলে রাজ্যপাল

নজরবন্দি ব্যুরোঃ অবশেষ আজ আসানসোলে পৌঁছলেন রাজ্যপাল।রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রানিগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়।সেখানে
জখন হন অরিন্দম দত্ত চৌধুরি সহ কয়েকজন পুলিশ কর্মী। তাঁদের দেখতে যাবেন বলে মনস্থির করেন রাজ্যপাল। কিন্তু নিরাপত্তার কারণে সেদিন তাঁকে সেখানে যাবার অনুমতি দিতে পারেনি রাজ্যসরকার। তারপর গতকাল রাতে রাজভবনে ফের একটি চিঠি আসে নবান্ন থেকে। সেই চিঠিতে বলা হয় রানিগঞ্জ ও আসানসোল ঘুরে দেখার জন্য রাজ্যপালের জন্য নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।

রাতেই রাজভবনের পক্ষ থেকে জানানো হয়, আজ তিনি রানিগঞ্জ ও আসানসোল যাবেন। তাঁর সফর সূচী আজ এই রকম আজ প্রথমে আসানসোল সার্কিট হাউজ়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল। বৈঠকে জেলাশাসক ও স্থানীয় থানার OC সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। প্রশাসনিক আধিকারিকদের থেকে এলাকার বর্তমান পরিস্থিতি কেমন, তা শুনবেন রাজ্যপাল।

পরে আসানসোল ও রানিগঞ্জের যে এলাকাগুলি গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে, সেই এলাকাগুলি ঘুরে দেখবেন। স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানা গিয়েছে। রাজ্যপাল আসার পর তাঁর সাথে দেখা করেন বিজেপির প্রতিনিধি দলের পক্ষ থেকে লক্ষণ ঘড়ুই ও পবন সিং । তারা বেশ কিছু অভিযুক্তের নাম তুলে ধরেন৷পাশাপাশি এস ফাই এর প্রতিনিধি দল রাম নবমী কেন্দ্রিক অশান্তির কারনে আসিনসোল-রানিগঞ্জ অঞ্চলে ১৬৩জন পরীক্ষার্থী যে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি,সেই পরিসংখ্যান তুলে ধরে৷এরপরেই রাজ্যপাল উপদ্রুত এলাকা পরিদর্শনে বের হন৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.