Header Ads

৭২ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস, জানালো হাওয়া অফিস।

নজরবন্দি ব্যুরোঃ হিসেব মতো এখনো বসন্ত কাল। কিন্তু বেলা একটু বাড়তেই রাস্তায় বেরোলে মুখে এসে লাগছে উষ্ণ হলকা। সেই সাথে হচ্ছে ঘাম। খাতায় কলমে গরম পড়ার আগেই নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তার মধ্যেই সুখবর শোনালো হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামি ৭২ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যে। আগামি ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে হবে হালকা বৃষ্টি। পশ্চিমি ঝঞ্ঝার জেরেই রাজ্যের মানুষ খানিক স্বস্তি পাবে গরমের হাত থেকে।

উড়িষ্যার দক্ষিণ উপকূলে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। তবে আকাশ মেঘলা থাকার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.