Header Ads

বিজেপির ওপরে হামলার পরিকল্পনা! প্রকাশ্যে মানলেন তৃণমূল নেতা। জোর বিতর্ক রাজ্য রাজনীতিতে।

নজরবন্দি ব্যুরো: বীরভূ্মে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশেই লাভপুরে বিজেপির নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছিল। দলের মহিলা সম্মেলনে একথা মেনে নিলেন বীরভূমের শাসক দলের জেলা সহ-সভাপতি মান্নান হোসেন।
গত ৩০ জানুয়ারি বীরভূমের লাভপুরে সভা করার কথা ছিল বিজেপির হেভি-ওয়েট নেতা মুকুল রায়ের। কিন্তু শাসক দলের হামলার জেরে সভা বানচাল হয়ে যায় বলে অভিযোগ ছিল। যদিও সেসময় বিজেপির অভিযোগ মানতে চাইনি তৃণমূল। এবার প্রকাশ্যেই সেই হামলার কথা স্বীকার করে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা।

এই নিয়ে বঙ্গ বিজেপির অভিমত, সেদিন বিজেপির অভিযোগ যে সত্যি ছিল, মান্নানের স্বীকারোক্তি থেকেই তা বোঝা যাচ্ছে। লাভপুরে দলের মহিলা সম্মেলনে অনুব্রত মণ্ডলদের উপস্থিতিতে মান্নানের সাফ কথা, ‘‘জেলা সভাপতি নির্দেশ ছিল মুকুল রায়ের লাভপুরে সভা করতে দেওয়া চলবে না। প্রয়োজনে মার-ধর করে ওই সভা বানচাল করে দিতে হবে।’’

এরপরই তাঁর স্বীকারোক্তি, ‘‘ গেরুয়া কর্মীরা যাতে সভায় যেতে না পারেন, সেজন্য দলের নির্দেশেই ওই দিন আমরা বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দিয়েছিলাম। গাড়ি ভাঙচুর করেছিলাম।’’

তৃণমূল নেতার এমন অকপট স্বীকারোক্তির পরেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক ছড়ায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.