Header Ads

আপনি কি জানেন আমাদের রাজ্যে ভিখারির সংখ্যায় দেশের মধ্যে প্রথম! কিন্তু তারপর কোন রাজ্য? দেখলে চমকে যাবেন।

নজরবন্দি ব্যুরোঃ ২০১১ সালের জনগণনার নথি অনুযায়ী ভারতে মোট ভিখারির সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০। এরমধ্যে ২ লক্ষ ২১ হাজার ৬৭৩ জন পুরুষ এবং ১ লক্ষ ৯১ হাজার ৯৯৭ জন মহিলা।

লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাব দিতে গিয়ে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিভাগের মন্ত্রী টি সি গেহলট। কিন্তু কোন রাজ্যে ভিখারির সংখ্যা বেশী?তার উত্তরে মন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছেন তা আমাদের রাজ্যের জন্য খারাপ। কারণ পরিসংখ্যান অনুযায়ী, প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। ভিখারির সংখ্যা ৮১ হাজার।এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ (৬৫,৮৩৫) এবং অন্ধ্রপ্রদেশ (৩০,২১৮)।


অপরদিকে দেখা যাচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভিখারিদের সংখ্যা অত্যন্ত কম। মাত্র ২ জন ভিখারির বাস লাক্ষাদ্বীপে। পাশাপাশি, দাদরা নগর হাভেলি, দমন এবং দিউ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে যথাক্রমে রয়েছেন ১৯, ২২ ও ৫৬ জন ভিক্ষাজীবী। অন্যদিকে, কেন্দ্রশাসিত এলাকাগুলির মধ্যে ভিখারির সংখ্যায় সবার শীর্ষে দিল্লি (২,১৮৭ জন)।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.