Header Ads

'শ্রীজাত অপহিন্দু'! ফের ধর্মীয় অসহিষ্ণুতার শিকার কবি শ্রীজাত।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে ধর্ম নিয়ে চলছে এক অদ্ভুত রাজনীতি। হিন্দুত্বের প্রমাণ দিতে ব্যস্ত রাজনৈতিক দলের সমর্থকরা। এই উত্তপ্ত পরিস্থিতিতে ফের ধর্মীয় অসহিষ্ণুতার শিকার কবি শ্রীজাত।
আজ শিলিগুড়িতে পর্যটন বিভাগের মৈনাক টুরিস্ট লজে একটি সাহিত্য সম্মেলনে যান কবি। সেখানে কবিতা পাঠ চলাকালীন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা শ্রীজাতর বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। 'গো ব্যাক শ্রীজাত' বলে স্লোগান তোলা হয়। এরপর শ্রীজাতকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় সেখান থেকে।

এবিষয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে বলা হয়, "শ্রীজাত অপহিন্দু। উনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। তাই তাকে কেন ডেকে এনে প্রশ্রয় দেওয়া হবে?" এদিকে আজকের এই ঘটনার নিন্দা করেছেন সাহিত্য সম্মেলনের আয়োজকরা। তারা জানিয়েছেন, "এই অসহিষ্ণুতার বিরুদ্ধেই তো জোরালো জনমত গড়ে তুলতে হবে। আর তাই তো এরকম সাহিত্য সম্মেলন আরও বেশি করে হওয়া প্রয়োজন"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.