Header Ads

নির্বাসিত স্টিভ স্মিথের পাসে দাঁড়ালেন এবার যুবরাজ। টুইট করে কি বললেন যুবি?

নজরবন্দি ব্যুরোঃ বল-বিকৃতির দায়ে নির্বাসিত স্টিভ স্মিথের শাস্তি নিয়ে অনেকেই সন্তুষ্ট নন। অনেকেই মনে করছেন তাঁর নির্বাসিত হওয়া
টা একটু বেশি হল। অনেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন। এবার তাঁর পাসে দাঁড়ালেন যুবরাজ সিংহও। তিনি তাঁর টুইটারে জানিয়েছেন “স্টিভ স্মিথকে এই অবস্থায় দেখে একটু দুঃখই হচ্ছে। আমরা সবাই জানি ও ভুল করেছে। তার ফল ভোগ করতে হচ্ছে ওকে। কিন্তু ভুলে গেলে চলবে না, ও একজন মহান ব্যাটসম্যান এবং ভাল ছেলে। ও অস্ট্রেলিয়ার ক্রিকেটকে অনেক গৌরব উপহার দিয়েছে। স্মিথই প্রথম ক্রিকেটার নয় যে বল-বিকৃতি করল।যুবরাজের পাশাপাশি স্টিভ স্মিথ,

ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের পাশে দাঁড়িয়েছেন ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তিনি ট্যুইট করে বলেছেন, ‘সারা বিশ্ব তোমাকে কাঁদতে দেখতে চায়। তুমি একবার কেঁদে ফেললে ওরা সন্তুষ্ট হবে এবং তারপর আনন্দে থাকবে। আশা করি সহমর্মিতা শুধু একটা শব্দ নয়, মানুষের মধ্যে এটা এখনও আছে। ঈশ্বর যেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার শক্তি দেন।

ডেভিড ওয়ার্নারেরও লড়াই করার শক্তি দরকার। আশা করি, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সাহায্য করবে"।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.