Header Ads

২০১৯এ জিততে গেলে উত্তর-পূর্বই ভরসা মোদী-অমিত জুটির

নজরবন্দি ব্যুরঃ ২০১৯এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বি জে পি বুঝতে পারছে গত লোকসভার মতো অতটা সহজ হবে না ১৯এর লোকসভা নির্বাচন।
কারণ ২০১৯ সালে বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট হওয়ার সম্ভাবনা প্রবল। যদি সেটা হয় তাহলে গোবলয়ে আসন কমতে বাধ্য বিজেপির।তাই সেকথা মাথাই রেখে দেশের উত্তর-পূর্বে যে তাঁদের শক্ত ভিত তৈরি হয়েছে তাতেই আস্থা রাখতে হচ্ছে মদি-অমিত জুটি কে। তাই বিজেপির বুথ ইউনিট প্রধানদের সভায় দলের সর্বভারতীয় সভাপতি বলেন,

''২০১৯ সালের লক্ষ্য, উত্তর-পূর্বে ২৫টি লোকসভা আসনের মধ্যে ২১টির বেশি আসন জিততে চাই।'' অমিত শাহ আরও বলেন, ''উত্তর-পূর্বে মিজোরাম ছাড়া বাকি সবকটি রাজ্যই নর্থ-ইস্ট ডেমোক্রেটিক জোটের অধীনে। জয়ের এই ধারা বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নকে চালিয়ে যেতে হলে উত্তর-পূর্ব থেকে সর্বাধিক আসন জিততে হবে বিজেপিকে।

''আবার বিজেপির অন্দরে অনেক মনে করছেন যে আগের নির্বাচনের মতো এবার আর গুজরাট ও রাজস্থানে একচ্ছত্র আসন জেতা সম্ভব নয়।ফলে সব দিক ভেবে উত্তর-পূর্বে যে বিজেপি কে আরও জোর দিতে হবে এবং তা যে শুরু করে দিয়েছেন আমিত বাবু তা বলাই বাহুল্য।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.