Header Ads

জানেন ইরফান খানের কি রোগ হয়েছে? তিনি কি সুস্থ হতে পারবেন? পড়ুন...

নজরবন্দি ব্যুরোঃ ইরফান খানের রোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি রোগ হয়েছে সেটা জানার জন্য তার ফ্যান রা উদ্বিগ্ন। অবশেষে তাঁর রোগের কথা গতকাল নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা।
নিউরো এন্ডোক্রাইন টিউমারের মতো বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। কি এই রোগ? ইরফানের এই রোগ সম্পর্কে শ্রী গঙ্গারাম হাসপাতালের সার্জিকাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের প্রধান ডঃ সুমিত্রা রাওয়াত বলেন “নিউরোএন্ডো কোষ আমাদের দেহের সর্বত্র ছড়িয়ে আছে। সেই কোষ যখন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তখন সেটি নিউরো এন্ডোক্রাইন টিউমারে পরিণত হয়। কোষের অস্বাভাবিক বৃদ্ধি ধীরে ধীরে পরিণত হয় টিউমারে। এই ধরনের টিউমার সাধারণত ইন্টেসটাইন, ফুসফুস, প্যানক্রিয়াস, থাইরয়েড ও অন্য অংশেও দেখা যায়।”এ প্রসঙ্গে রাওয়াত বলেন, “এটা নির্ভর করছে টিউমারটি কোথায় হয়েছে, আকার কেমন, এর মিটোটিক সূচক কী বলছে ইত্যাদির উপর।

টিউমারের স্থান অনুযায়ী সেটাকে অস্ত্রোপচার করা যায় এবং সেরে ওঠার সম্ভাবনাও বেশি থাকে।” তিনি আরও যোগ করেন, একবার অস্ত্রোপচার হলে রোগীকে নিয়মিত চেক আপ করাতে হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.