Header Ads

ঘাস ফুল ছেড়ে লালেই আবার ফিরছে মানুষ! ইঙ্গিত দিচ্ছে মালদা।

নজরবন্দি ব্যুরো: বামেরা ২০১১ সালে রাজ্য পাঠ হারানোর পর থেকে এই রাজ্যে তাদের সংগঠন দুর্বল হবার ছবি বারবার খবরের শিরোনাম চলে এসেছে।
নেতা, মন্ত্রী থেকে শুরু করে বহু সাধারণ বাম সমর্থক নাম লিখিয়েছে শাসক শিবিরে। এবার এক ভিন্ন ধরনের ছবি দেখা গেল এই রাজ্যে।পঞ্চায়েত নির্বাচনের মুখে বহু তৃণমূল সমর্থক নাম লেখালেন বাম শিবিরে।

সিপিআই(এম) সূত্রে খবর, মালদা জেলার হবিবপুর ব্লকের ধূমপুর জোতকবিল গ্রামের প্রায় ২৬২টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআই(এম)-এ যোগদান করলেন।

যোগদান কারীরা সিপিআই(এম)এর পতাকা হাতে নিয়ে বলেন, “ তৃণমূল আর আগের জায়গায় নেই, এখানকার তৃণমূলের মাথারা দিদির কথা মতন আর চলছে না। বার বার উপরের নেতৃত্বকে জানিয়ে কোন ফল হয়নি। তাই আমরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.