Header Ads

ঝিনুকের খোঁজে নেমে নদীতে তলিয়ে গেল ২জন।

নজরবন্দি,রায়গঞ্জ: ঝিনুকের খোঁজে নেমে কুলিক নদীতে তলিয়ে গেল দুইজন। গ্রামবাসীদের তৎপরতায় এক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হলেও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। মৃত ওই ব্যক্তির নাম স্বপন দেবশর্মা।
সে পানিশালা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রুদ্রখন্ড গ্রামে মঙ্গলবার সকালে ওই গ্রামের বাসিন্দা বিপ্লব সিং সম্পর্কে জামাইবাবু স্বপন দেবশর্মা ও মামা বিনোদ দেবশর্মাকে নিয়ে কুলিক নদীতে ঝিনুকের খোঁজে নামে।এরপর আচমকাই বিপ্লবের সামনেই জামাইবাবু ও তাঁর মামা নদীতে গভীর জলে তলিয়ে যায়। বিপ্লব কোনও মতে নদী থেকে উঠতে পারলেও বিনোদ দেবশর্মা ও স্বপন দেবশর্মা তলিয়ে যান।

নদীতে জাল ফেলে স্বপন দেবশর্মাকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও জামাইবাবু বিনোদ দেবশর্মার খোঁজ এখনও মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। উদ্ধারকাজে নেমেছে গ্রামবাসীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.