Header Ads

অবশেষে স্বস্তি! হবু শিক্ষকদের সমস্যা মিটতে চলেছে বুধবারই?

নজরবন্দি ব্যুরোঃ চাকরি প্রার্থী হবু শিক্ষকদের সমস্যা অবশেষে মিটতে চলেছে। নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলনের সাফল্য পেতে চলেছেন শিক্ষক পদের দাবিদারেরা, মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আপার প্রাইমারিতে দ্রুত এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরি প্রার্থীরা। গত ২২ মার্চ দাবি আদায়ের লক্ষ্যে ময়ুখ ভবন অভিযান করেন অসংখ্য হবু শিক্ষক।


তাদের সেই আন্দোলনের পরে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে আগামি ২৮ মার্চ এসএসসি চাকরি প্রার্থীদের সাথে বৈঠকে বসবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। দুপুর ১২টায় মোট ছ'জনের প্রতিনিধি নিয়ে বৈঠক করবেন চেয়ারম্যান।


স্কুল সার্ভিসের আপার প্রাইমারির পরীক্ষা হয়ে গেলেও তার নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বিরাট সংখ্যক প্রার্থী। অবশেষে তাদের সমস্যার সমাধান সূত্র মিলতে চলেছে বলে মত চাকরি প্রার্থীদের একটা বড় অংশের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.