Header Ads

পুনর্বাসন প্রকল্পের কাজ করতে এসে স্থানীয়দের হাতে আক্রান্ত নির্মাণকারী সংস্থার কর্মীরা৷

নজরবন্দি,আসানসোল: ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর এলাকার নামোকেশিয়া নামক স্থানে৷ওই স্থানে সরকারি জমিতে একটি আমবাগানে পুনর্বাসন প্রকল্পের ১১৯টি আবাসন তৈরীর কাজে সরকারি নির্মাণ সংস্থার কর্মীরা কাজ করতে এলে,স্থানীয় আদিবাসী সমাজের মানুষেরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ঘটনাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে উভয়পক্ষ৷এতে আদিবাসী সমাজের লোকেরা ক্ষিপ্ত হয়ে অস্ত্র হাতে নির্মাণকারী সংস্থার কর্মীদের উপর হামলা চালায়৷ঘটনার প্রেক্ষিতে নির্মাণকারী সংস্থার দুই আধিকারিক সহ আটজন গুরুতর আহত হয় এবং তাদের গাড়ি ও যন্ত্রাংশে ভাঙচুর চালান হয়৷যদিও আদিবাসী সমাজ হামলার কথা অস্বীকার করেছে৷তাদের বক্তব্য ওই সরকারি জমিতে স্থানীয় বিডিও ২০০৬সালে তাদের আমগাছ লাগিয়ে জীবিকা নির্বাহের অধিকার দেয়৷তা সত্বেও আজ বাইরের লোকের থাকার স্বার্থে তাদের জীবিকাকে অবহেলা করা হচ্ছে৷যা কিছুতেই মানা হবেনা৷পাশাপাশি নির্মাণকারী সংস্থার কর্মীদের দাবি,তারা কিছুই বিশেষ জানেন না৷সরকারি নির্দেশে কাজ করতে এসে আদিবাসী সমাজের মানুষের কাছে মার খেতে হল৷বর্তমানে ওই এলাকায় কাজ বন্ধ হয়ে আছে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.