Header Ads

দেশের মধ্যে দ্বিতীয় কলকাতা! স্বপ্ন পূরণের কাছাকাছি মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ব্যুরো: বেঙ্গালুরুর এক সংস্থা জনাগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ এন্ড ডেমোক্রেসি দ্বারা পরিচালিত সমীক্ষায় আর্বান গভর্ন্যান্সের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় সেরা শহর হিসেবে চিহ্নিত হল কলকাতার ।
দেশের বাকি মেট্রো শহরগুলিকে যেমন- দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ কে পিছনে ফেলে দিল কলকাতা। বেশিরভাগ মাপকাঠিতেই অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কলকাতা।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছিলেন তিনি কলকাতাকে লন্ডন বানাবেন। বাস্তবে এটা কখনই করা সম্ভব নয় তা জানতেই এই রাজ্যের জনগণ। কিন্তু এই সমীক্ষার রেজাল্ট প্রকাশের পর এই রাজ্যের বহু মানুষের উক্তি লন্ডন নাই বা হল! দেশের মধ্যে তো ২ নম্বর জায়গা টা পেল কলকাতা। এটাও-বা কম কিসের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.