Header Ads

ডেঙ্গুর পর ডাইরিয়ার থাবা! যাদবপুরের কাছের জন সুজন ORS হাতে পৌঁছালেন বাড়িতে বাড়িতে!

নজরবন্দি ব্যুরোঃ বিধায়ক হিসেবে সুজন চক্রবর্তী যাদবপুরের মানুষের খুব কাছের জন তা বলাই বাহুল্য। ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়াতে গিয়ে নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিছুদিন আগেই। সেই অবস্থাতেও খামতি দেননি কাজে। হাসপাতালের কেবিং কেই বানিয়ে নিয়েছিলেন অফিস।
ভর্তি থাকাকালীন প্রায় প্রতিদিনই সই করেছেন একাধিক গুরুত্বপূর্ন ফাইলে। এবার সুজনের সাধের যাদবপুর আক্রান্ত জলবাহিত রোগে, ডাইরিয়া! বাঘাযতীন হাসপাতালে আক্রান্তদের ভিড় লেগেই আছে, কয়েকশো মানুষ চিকিৎসাধীন। তাদের সঙ্গে দেখা করে ডাক্তারদের সাথে কথাও বলেছেন বিধায়ক সুজন চক্রবর্তী।

আর আজ সকালে যাদবপুরে বিভিন্ন ওয়ার্ডের অসুস্থ পরিবারগুলির সাথে দেখা করে অসুস্থ বাসিন্দাদের হাতে ORS তুলে দিলেন এলাকার বিধায়ক সুজন চক্রবর্তী সহ অন্যান্য বাম কর্মীরা। উল্লেখ্য শুধু ১০২ নং ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রেই আজ সকাল থেকে প্রায় শতাধিক মানুষ চিকিৎসার জন্য গেছেন।




Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.