Header Ads

এবার হানা সিআরপিএফ ক্যাম্পে, শহীদ এক জওয়ান।

নজরবন্দি ব্যুরোঃ গত শনিবার জম্মু ও কাশ্মীরের সঞ্জুয়ান সেনা ছাউনিতে জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই আবার শ্রীনগরের সিআরপিএফ ক্যাম্পে ঢোকার চেষ্টা করল দুই জঙ্গি।
তাদের দেখার সাথে সাথে গুলি চালাতে শুরু করেন সিআরপিএফ জওয়ানরা। সেখান থেকে পালিয়ে ক্যাম্পের পাশে একটি বিল্ডিংয়ে ঢুকে পড়ে জঙ্গিরা। তারপর শুরু হয় গুলির লড়াই, যাতে শহীদ হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। ভোর সাড়ে ৪টে নাগাদ দুই জঙ্গি ঢোকার চেষ্টা করে ক্যাম্পে, তাদের হাতে ছিল ব্যাগ ও একে৪৭ রাইফেল। সিআরপিএফ এর আই জি রবিদীপ সহায় বলেন, “দুই জঙ্গি সকালে হেডকোয়ার্টারে ঢোকার চেষ্টা করে। যদিও সেই চেষ্টা তাদের ব্যর্থ হয়। পাশের একটা বিল্ডিংয়ে তারা ঢুকে পড়ে।

৫টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন চলছে।” জম্মুতে এখনও হাই অ্যালার্ট জারি রয়েছে। এরই মধ্যে গতকালই জম্মু ও কাশ্মীরে পৌঁছেছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। আর আজ নিরাপত্তা বিষয়ক পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.