Header Ads

পরিবর্তন নয় অন্তত ৪৭ টি আসন জিতে ত্রিপুরায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে বামেদের। Exclusive

নিজস্ব প্রতিনিধী, ত্রিপুরাঃ ব্যাপক প্রচার, প্রচার ছিল পরিবর্তনের পক্ষে। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের কথাই বলা হচ্ছে। বিভিন্ন চ্যানেলের ওপিনিওন আর এক্সিট পোলে ত্রিপুরাতে মানিকের সরকারের অবসান ঘটিয়ে মসনদের বিজেপি সরকার প্রায় বসেই গিয়েছে। ঠিক জেমনটা প্রচার করা হয়েছিল গুজরাটের ক্ষেত্রে। ১৫০+ বিজেপি, বলেছিলেন পদ্ম সভাপতি অমিত শাহ। টিভি চ্যানেলের এক্সিট পোলে গড়পড়তা সবাই দেখিয়ে গিয়েছে ১২৫ - ১৩০ কেউ ১৩৫! কিন্তু বাস্তবে দেখা গেছে বিজেপি ১০০ আসনও পায়নি। ৯৯ তা আসন পেয়ে কোন মতে ক্ষমতা ধরে রাখতে পেরেছে।
সেই রকম ভাবেই ত্রিপুরায় মিডিয়া প্রচারে বাম ক্ষমতা হারিয়ে বিজেপি ক্ষমতায় চলে এলেও বাস্তব বলছে অন্য চিত্র। বিভিন্ন এক্সিট এবং অপিনিওন পোল বলছে ত্রিপুরায় বিজেপি জোট কম-বেশি ২৯-৪০ টি আসন পেতে চলেছে। কিন্তু বর্তমানে বিজেপি রাজ্যনেতাদের বডি ল্যাঙ্গুয়েজ সে কথা বলছে না। ভোট শেষ হতেই এক এক করে বিজেপি নেতারা ছেড়েছেন ত্রিপুরা। রাজ্য ছেড়েছেন সুনীল দেওধর, গত বুধবার আগরতলা ছেড়েছেন রাজ্য সভাপতি বিপ্লব দেব।




রাজ্যের গেরুয়া সমর্থক রা একেবারেই জয় নিয়ে নিশ্চিত হতে পারছেন না। হতাশা ক্রমশ প্রকট হচ্ছে। কারন এক্সিট পোল যেগুলোতে বিজেপি জিতে কার্যত ক্ষমতায় বসে গেছে তা কতটা নির্ভরযোগ্য তা নিয়ে দলের সমর্থকরাই সন্দিহান। অন্যদিকে ত্রিপুরার নটি জেলার সিপিআইএম জেলা সম্পাদকদের দেওয়া পরিসংখ্যান বলছে আসন জয়ের সংখ্যার সামান্য হেরফের হলেও জয় নিশ্চিত।

দেখেনিন সিপিআইএম এর জেলা ভিত্তিক রিপোর্ট
আগরতলা সহ পশ্চিম জেলা - ১৪ টি আসনের মধ্যে বাম প্রার্থীরা পেতে পারেন ৯ টি আসন।
সিপাহীজলা জেলা - ৯ টি আসনের মধ্যে ৭ টি আসন যেতে পারে বামেদের অনুকুলে।
দক্ষিণ জেলা - ৭ টি আসনের মধ্যে ৭ টি তেই জয় নিশ্চিত বলছে সিপিআইএম নেতৃত্ব।
গোমতী জেলা - এখানেও ৭ টি আসনের মধ্যে ৭ টি তেই জিততে চলেছে বামেরা।
উত্তর জেলা - ৭টি আসনের মধ্যে ৫টি আসনে নিশ্চিত জয় পাবেন বলে মনে করছেন বাম নেতৃত্ব।
ধোলাই জেলা - ৬ টি আসনের মধ্যে বামেরা জয় পেতে পারেন ৪ টি আসনে বলে দাবী করেছেন সিপিআইএম জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী।
ঊনকোটি জেলা - ৪ টি আসনের মধ্যে ৩টি পেতে পারেন বামেরা।
খোয়াই জেলা - ৬টি আসনের মধ্যে অন্তত ৫টি আসন জিতবে বামেরা বলে জানিয়েছেন সিপিআইএম জেলা কমিটির সদস্য নির্মল বিশ্বাস।

রাজনৈতিক মহলের এখন লক্ষ্য ত্রিপুরার রাজনৈতিক ফলাফলের দিকে। সিপি আই(এম) বলছে কমপক্ষে ৪৭ টি আসনে জয় নিশ্চিত। তবে এই প্রসঙ্গে ত্রিপুরার গেরুয়া শিবির বলছে ৪০-এর ঘরে থাকবে তারা।
গণদেবতার রায় কোনদিকে যাচ্ছে সেটা আন্দাজ করে, এই রাজ্যের চায়ের ঠেক থেকে ট্রেন-বাসে জোর আলোচনা চলছে।
আর বিতর্ক না বাড়িয়ে, চলুন ৩ রা মার্চ সকাল ১১ পর্যন্ত অপেক্ষা করি। তখনই বোঝা যাবে ত্রিপুরা আবারও লালে লাল! নাকি, গৈরিক!! তাই ত্রিপুরা এখন নজরবন্দি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.