Header Ads

দলবিরোধী কাজের জন্যে বহিষ্কৃত হতে পারেন তৃণমূল সাংসদ অনুপম! নতুন ঠিকানা গেরুয়া শিবির? Exclusive

গত কয়েকদিন ধরেই ফেসবুকে পর পর দলবিরোধী পোষ্ট করছেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। সেই কারণে দলে মহা সচিবের কাছে তিরস্কৃত জয়েছেন তিনি। পার্থ বাবু বলেছিলেন বারবার বিতর্ক তৈরি করে দলকে বিব্রত করছেন অনুপম। এসব করলে দল ছেড়ে দিয়ে করতে হবে। এখানেই শেষ হয়নি তৃণমূলের সংসদীয় দল অনুপমের কাছে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে।
কারন কয়েকদিন আগে গান্ধীজি এবং নথুরাম গডসে কে নিয়ে এক্টিই বিতর্কিত পোষ্ট করেছিলেন তিনি।
সেই পোষ্ট
দলের মহাসচিবের ধমক খাওয়ার পরে ২৪ ঘন্টাও কাটেনি দলকে আবার বিড়ম্বনায় ফেললেন অনুপম। এবার লিখলেন, "দলের জন্মদাত্রীর ন্যায়-নীতি আদর্শ অক্ষরে অক্ষরে মেনে চলার কোনও মূল্যই কি নেই এই দলে? এখানেই প্রশ্ন উঠছে কোন নিয়ম নিতি মেনে চলার কথা বলছেন তিনি? কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর হার্দিক সখ্যতার কথা বলে আক্রমন করেছিলেন রাজ্যের কংগ্রেস কে সেখানে তাঁর দলেন একজন এমপি গান্ধীজি কে নিয়ে বিতর্কিত পোষ্ট করলে শৃঙ্খলাভঙ্গ হয়না কি?




সেই পোষ্ট
"অনুব্রত কাকু-র" উদ্দেশ্যেও কটাক্ষভরা পোষ্ট করেছিলেন কয়েকদিন আগে। অন্যদিকে সূত্রের খবর অনুপম হাজরা কে দল বহিষ্কার করতে পারে তাঁর একাধিকবার বিতর্কিত ফেসবুক পোষ্টের জন্যে, অর্থাৎ শৃঙ্খলাভঙ্গের জন্যে। বহিস্কারের সম্ভাবনাই বেশি বলে জানাচ্ছে সূত্র। সূত্র আরও জানাচ্ছে রাজ্যের গেরুয়া শিবির তথা মুকুল রায়ের সঙ্গে বেশ ভালই যোগাযোগ রেখে চলেছেন সাংসদ অনুপম। যদিও বিজেপি যোগ দেবেন কিনা সেকথা অনুপম হাজরা নিজে একবারেও বলেন নি।

কিন্তু সূত্র জানাচ্ছে নিজের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গীর মাধ্যমে গেরুরা শিবিরের(পড়ুন মুকুল রায়) সাথে সখ্যতা বজায় রেখেছেন তিনি। কাজেই দল বহিষ্কার করলে তাঁর সম্ভাব্য ঠিকানা বিজেপি হতেই পারে। তবে কোন পক্ষই মুখ খলেন নি। এখন সংবাদমাধ্যম এবং তৃণমূল-বিজেপি দুই শিবিরের সমর্থকদের বড় ভরসা সময়। সময় বলে দেবে অনুপম হাজরা বিজেপিতে যোগদান করবেন কিনা।

অন্যদিকে নজরবন্দির এই সূত্রই জানিয়েছিলেন মুকুল রায় বিজেপি তে যোগ দেবেন, সেই খবর প্রকাশিত হয়েছিল মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার প্রায় ৩ মাস আগে...
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.