Header Ads

সংকটে ঐতিহ্যবাহী মন্দির! গা ঘেঁষে চলছে নির্মাণকাজ! নজর দিক প্রশাসন! আবেদন।

নজরবন্দি ব্যুরোঃ হুগলি জেলার মহানাদ গ্রামে অবস্থিত "নাথ সম্প্রদায়ের" জটেশ্বর নাথ শিবমন্দির। এটি নাথধর্ম ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ পীঠস্থান। কিন্তু আজ সেই মন্দির সংকটাপন্ন।
ভারত সরকারের পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ দ্বারা এটি সংরক্ষিত। সাধারণত এরকম কোনো স্থানের একশো মিটারের মধ্যে কোনো নির্মাণকার্য বেআইনি হিসেবে গণ্য করা হয়। কিন্তু সেসব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে নিয়ম বহির্ভূত কাজ। মন্দিরটির ১০০ মিটারের মধ্যেই অবাধে চলছে নির্মাণ কাজ। এই বিষয়টি মহামান্য আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও আরও একটি নির্মাণকার্য শুরু করা হচ্ছে।

স্থানীয় পুলিশ স্টেশনে বিষয়টি জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এমনকি ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগের কলকাতা সার্কেলের সার্ভেয়ার পোলবা থানায় FIR করতে গেলেও নেওয়া হয়নি সেই FIR।

বিভিন্ন গাফিলতির কারণে আজ এই ঐতিহ্যবাহী নাথ-মন্দির এবং তার সংলগ্ন এলাকা সংকটাপন্ন। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.