Header Ads

শ্রমিক সংগঠনগুলির আইন অমান্য আন্দোলন ঘিরে উত্তেজনা! পুলিশি নির্যাতনের অভিযোগ!

নজরবন্দি ব্যুরোঃ আজ রাজ্য জুড়ে কেন্দ্রের বিভিন্ন নীতির বিরোধিতায় আইন অমান্য ও জেল ভরো কর্মসূচিতে পথে নামে সিটু সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ক্ষেতমজুর সংগঠন গুলি। আসানসোলে বামফ্রন্টের আইন অমান্য আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভ কারীরা।
এদিন কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসানসোলের মহকুমা শাসক অফিসে মিছিল করে যায় বামকর্মী সমর্থকেরা। জেল গেটের সামনে ব্যারিকেড ভেঙ্গে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশের সাথে ধস্তাধস্তি হওয়ার পর আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বাম কর্মী সমর্থকেরা ফের বিএনআর মোড়ে পথ অবরোধ করে৷

ন্যূনতম ১৮ হাজার টাকা মাসিক বেতন, সমকাজে সমবেতন, মাসিক ন্যূনতম ৩ হাজার টাকা পেনশন, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে আজ রাজ্য জুড়ে প্রতিবাদে পথে নামে বিভিন্ন শ্রমিক ও ক্ষেত মজুর সংগঠন। তাদের সেই প্রতিবাদ আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়ায় রাজ্যের বিভিন্ন এলাকায়। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও ওঠে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.