Header Ads

অনশন চলছে! মরতে বসেছেন হবু শিক্ষকরা! ভ্রুক্ষেপ নেই সরকারের! চরম বঞ্চনার অভিযোগ!

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে দিনের পর দিন অপেক্ষায় থেকেও কোনো ফল হয়নি। অবশেষে আমরণ অনশনের পথকেই বেঁছে নিয়েছেন মালদা জেলার ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা। গত ৩ দিন ধরে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন তারা। ইতিমধ্যেই অনশন মঞ্চে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছে ৩ জন আন্দোলনকারী চাকরি প্রার্থী। অসুস্থরা ভর্তি রয়েছেন মালদার হাসপাতালে।
আজ অনশনরত আন্দোলনকারীদের দেখতে উপস্থিত হয়েছিলেন বাম বিধায়ক খগেন মুর্মু সহ একদল বাম নেতা। চাকরি প্রার্থীদের লড়াইয়ে সর্বতোভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। অসুস্থ হয়ে পড়া আন্দোলনকারীদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করে তাদের জন্য উদ্বেগও প্রকাশ করেছেন। জানা গেছে, বেশ কিছুক্ষণ সময় তাঁরা কাটান অনশন মঞ্চে চাকরি প্রার্থীদের সঙ্গে।

নিয়োগপত্রের দাবিতে যখন মরণপণ অনশনে বসেছেন চাকরি প্রার্থীরা তখনও কোনো ভ্রুক্ষেপ নেই রাজ্যের শাসক দলের, অভিযোগ চাকরি প্রার্থীদের। ৩ দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত অনশন মঞ্চে যাননি তৃণমূল কংগ্রসের কোনো নেতৃত্বই। বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও সেই বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় সরকার। এখনো পর্যন্ত বসেনি কোনো মেডিক্যাল ক্যাম্পও, ক্ষোভ উগরে দিয়েছেন চাকরি প্রার্থীরা।

এখানেই উঠছে তঞ্চকতার প্রশ্ন। যে রাজ্যের সাধারণের মানুষ সুদিনের আশায় ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে ঢালাও সমর্থন করে ক্ষমতায় এনেছেন সেই তৃণমূল ক্ষমতার অলিন্দে এসে বঞ্চিত করছে রাজ্যের অসংখ্য বেকার যুবক যুবতীকে। ছিনিমনি খেলছে তাদের ভবিষ্যৎ নিয়ে। অভিযোগ চাকরি প্রার্থীদের। এই ক্ষোভের প্রশমন কি করবেন মুখ্যমন্ত্রী? চাকরি প্রার্থীদের প্রতি সদয় কি হবে রাজ্যের সরকার? সুবিচারের আশায় হবু শিক্ষকরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.