Header Ads

স্কুল শিক্ষায় বাংলার হাল বেহাল ! রিপোর্টে উঠে এলো সেই ছবি।

নজরবন্দি ব্যুরো: শিক্ষা বিষয়ক কেন্দ্রীয় সংসদীয় কমিটি মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের কাছে স্কুল শিক্ষকদের নিয়ে যে রিপোর্টটি পেশ করল, তাতে রাজ্য সরকারিগুলির ব্যর্থতার ছবি স্পষ্ট হয়ে ধরা পড়ল।
কমিটিতে বলা হয়েছে, দেশে এখন মোট ১৩ লক্ষ স্কুল শিক্ষক আছেন।আবার ওই ১৩ লক্ষের মধ্যে ৭ লক্ষের কোনও ধরনের শিক্ষণ প্রশিক্ষণ নেই। অর্থাৎ মোটামুটি ৫০% শিক্ষক অ-প্রশিক্ষিত। কমিটির রিপোর্টে স্পষ্ট ধরা পড়েছে রাজ্য সরকারগুলির উদাসীনতার দিকটি। বার বার বলা সত্ত্বেও রাজ্য সরকারগুলি মেনে চলছে না কেন্দ্রীয় নির্দেশিকা। তাদের কি পরিকল্পনা তাও স্পষ্ট নয়। আর সেই কারণে পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের চাহিদা মেটাতে গিয়ে প্রশিক্ষণ-হীন শিক্ষকদের নিয়োগ করতে হচ্ছে। তাতে শিক্ষার মান ঠেকছে তলানিতে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, দেশের যে সব রাজ্যে প্রশিক্ষণ-হীন শিক্ষকদের সংখ্যা সব থেকে বেশি তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে এই রাজ্য। এ ছাড়া বিহার, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মণিপুর এবং জম্মু-কাশ্মীরও তালিকার শীর্ষ ভাগে স্থান পেয়েছে।
কমিটির দাবি, বিভিন্ন রাজ্যগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এই রিপোর্টটি তৈরি করেছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.