Header Ads

সরকারি কর্মচারীদের খুশির বার্তা আনলেন মুখ্যমন্ত্রী! আবার চার দিন ছুটি! কর্মসংস্কৃতি ফিরছে?

নজরবন্দি ব্যুরোঃ সামনেই দোল। বসন্তের ছোঁয়া লেগে মন কেমন! সে আর নতুন কি! সরকারি কর্মী হলেই কি আর সেই মন কেমনের হাত রেহাই মেলে? তবে ডিএ, ষষ্ঠ বেতন কমিশন সহ একাধিক চাপ মাথায় থাকায় যথেষ্ট চাপে রাজ্যের সরকারি কর্মীরা। তাদের সমস্ত চিন্তা থেকে অনেকটা মুক্তি দিতে উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দোলের আগে রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর দোল এবং হোলি উপলক্ষে দুদিন ছুটি থাকবে রাজ্যের সরকারি অফিস।ছেলে ভোলানো খেলা বন্ধ হোক! ছুটি নয়, চাই ডিএ, ষষ্ঠ বেতন কমিশন! ফলে আগে পেছনের ছুটি হিসেব করে একটানা চার দিনের লম্বা ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। কারণ বৃহস্পতি এবং শুক্রবার দোল এবং হোলি পরপর। তারপর দুদিন শনি এবং রবিবার।

ফলে ৪ দিনের ছুটি মিলছে। আর এই হঠাৎ ছুটিতে বেশ খুশি রাজ্যের তামাম সরকারি কর্মীরা। মাথার মধ্যেকার হাজার চিন্তাকে খানিক দূরে সরিয়ে রেখে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার প্ল্যানও সেরে ফেলেছেন অনেকেই।
Loading...

1 টি মন্তব্য:

  1. কে বললো সরকারী কর্মচারীরা খুব খুশী??????ছেলেভোলানো খবর বানাবেন না। আপনাদের বিশ্বাসযোগ্যতা চলে যাচ্ছে।

    উত্তরমুছুন

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.