Header Ads

বদলে যাচ্ছে টিভি তে আইপিএল দেখার সময়।

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল সম্প্রচারের সময় পরিবর্তন হতে চলেছে। জানা গেছে গর্ভনিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর,

আইপিএল-এর নিলামের আগে যে গর্ভনিং কাউন্সিলের বৈঠক হয়েছিল, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আসন্ন আইপিএল-এ সম্প্রচারের সময় বদলানো হবে। এই সিদ্ধান্ত কে সমর্থন জানিয়েছন কে কেআর ও রাজস্থান রয়্যালস।এতো দিন খেলা দেখানো হত ৪টায় এবং ৮টায়। এখন তা পরিবর্তন করে ৩.৩০ (বিকেল) ও ৭.৩০ (রাত) শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়েছিলেন, আইপিএল-এর অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস লিখিতভাবে সময় পরিবর্তনের আর্জি জানিয়েছিল। সেই আবেদন নিয়ে আলোচনা হয়েছে গর্ভনিং কাউন্সিলের বৈঠকে।

কিন্তু কেন এই পরিবর্তন? সূত্রের খবর, রাত ৮টার সময় ম্যাচ শুরু হলে শেষ হয় মাঝরাতে। ফলে খেলা শেষের পর সম্প্রচারকারী চ্যানেলে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত ভিউয়ারশিপ পাওয়া যায় না। যার ফলে টান পড়ে টিআরপি-তে। তাই সময় বদলের ভাবনা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.