Header Ads

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি।

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের বিজেপি সরকার একাধিক জনবিরোধী ও দেশবিরোধী নীতি গ্রহণ করেছে যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, মোদী সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে বহুবার। আরও একবার সেই অভিযোগ তুলে তার প্রতিবাদে দেশের শ্রমিকশ্রেণী ও শিল্পভিত্তিক শ্রমিক-কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে সমগ্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে দেশব্যাপী আইন অমান্য ও জেলভরো কর্মসূচি পালন করা হচ্ছে।
চলতি মাসের ২০ ফেব্রুয়ারি রাজ্যের সব কটি জেলাতে আইন অমান্য ও জেলভরো কর্মসূচি পালিত হবে। এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে রাজ্যের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যাঙ্ক, বীমা, বিএসএনএল সহ অন্যান্য শিল্পভিত্তিক ফেডারেশনগুলি। সঙ্গে থাকবে ১২ই জুলাই কমিটিও। ফেব্রুয়ারির ২০ তারিখ রানি রাসমণি রোডে পালিত হবে জমায়েত ও আইন অমান্য কর্মসূচি।

কেন্দ্রের কাছে ১২ দফা দাবি জানিয়ে সরব হবে সমস্ত শ্রমিক সংগঠন গুলি। যে দাবি গুলিকে সামনে রেখে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি পালিত হবে সেগুল হল-
মূল্যবৃদ্ধি রোধ, সার্বজনীন রেশন ব্যবস্থা ও বিভিন্ন পণ্যদ্রব্যের ফাটকা ব্যবসা বন্ধ করা
বেকার সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
শ্রমআইন সঠিকভাবে লাগু করতে হবে ও শ্রমআইন ভঙ্গকারী মালিকদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
সমস্ত শ্রমিকদের জন্য সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
মাসিক ন্যূনতম মজুরি ১৮,০০০ টাকা করতে হবে এবং তা দ্রব্যমূল্য বৃদ্ধির সূচকের সাথে যুক্ত করতে হবে।
প্রত্যেক শ্রমজীবী মানুষের জন্য মাসিক পেনশন ন্যূনতম ৩,০০০ টাকা করতে হবে।
স্থায়ী কাজে ঠিকাশ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে এবং সমকাজে সমবেতন দিতে হবে।
বোনাস এবং প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে মজুরি ও বেতনের পরিমাণের উপর সর্বোচ্চ সীমা ও যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা তুলে দিতে হবে।

গ্র্যাচুইটি আইন সংশোধন করে নতুন আইনে গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি করতে হবে।
শ্রমিক স্বার্থবিরোধী কোনো শ্রমআইন সংশোধন করা চলবে না।
রেল, প্রতিরক্ষা এবং বিমা ক্ষেত্রে বিদেশি পুঁজি‍‌র বিনিয়োগ বন্ধ করতে হবে।
আবেদন করার ৪৫ দিনের মধ্যেই ইউনিয়নের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় সরকারকে আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ নং ধারাকে অনুমোদন দিতে হবে।
রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র গুলির শেয়ার বিক্রি করা যাবে না।
রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সংস্থা যেমন কয়লাখনি, বেঙ্গল কেমিক্যাল, অ্যালয় স্টিল, ব্রিজ অ্যান্ড রুফ, বার্ন স্ট্যান্ডার্ড ও সাঁতরাগাছি প্রেসের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি বেসরকারি করে দেওয়া যাবে না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.