Header Ads

কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আসছে! সমস্যায় পড়বেন হবু শিক্ষকরা ! কেন ? পড়ুন...

নজরবন্দি ব্যুরো: এবার থেকে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে বেশকিছু পরিবর্তন আসতে চলেছে।


জানা গিয়েছে ,স্নাতকের ক্ষেত্রে ১) ৮০% ও তার বেশি পেলে ২১
২) ৬০% এবং ৮০ % এর নিচে পেলে ১৯
৩) ৫৫% থেকে ৬০ % এর নিচে পেলে ১৬

পোষ্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে:-
১) ৮০% ও তার বেশি মার্কস পেলে ৩৩
২) ৬০% এবং ৮০ % এর নিচে পেলে ৩০
৩) ৫৫% থেকে ৬০ % এর নিচে পেলে ২৫

এর পর যদি কারোর এম ফিল করা থাকে তিনি পাবেন ০৭ নাম্বার পাবেন। পিএইচডি করা থাকলে পাবেন ২০ নাম্বার। নেট উইথ যে আর এফ করা থাকলে ১০ মার্কস পাবেন। পাবলিকেশন থাকলে পাবেন ০৬। এর পর যদি কোন পরীক্ষার্থীর টিচিং এক্সপিরিএন্স থাকলে পাবেন ১০( প্রতি বছরের জন্য পাবেন ২ করে)।

কিন্তু এতদিন গ্রাজুয়েশনের মার্কস নিয়ে কোন কড়াকড়ি ছিল না। এবার থেকে সেই নাম্বার ৫৫% হতে চলেছে বলে খবর। আর এর ফলে বিপদে পড়বেন এই রাজ্যের বহু পরীক্ষার্থীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.