Header Ads

জল থেকেই আন্ত্রিকের সমস্যা, শোভনের উল্টো পথে গিয়ে জানালেন স্বাস্থ্য অধিকর্তা।

নজরবন্দি ব্যুরোঃ তিনদিন কেটে গেলেও এখন আন্ত্রিকের প্রকোপ কে নিয়ন্ত্রণে আনতে পারা যাইনি। বিরধিদের দাবী পুরসভা সম্পূর্ণ বার্থ হয়েছেন আন্ত্রিক নিয়ন্ত্রণ করতে। এদিকে আবার কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের উল্টো পথে হেঁটে স্বাস্থ্য

অধিকর্তা সাফ জানিয়ে দিয়েছেন জল থেকেই এই সমস্যা তৈরি হয়েছে। দক্ষিণ কলকাতার বাঘাযতীন, বৈষ্ণবঘাটা, যাদবপুর, পাটুলি, রামগড় প্রভৃতি এলাকায় ডায়রিয়াই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, হাসপাতালের সুত্র বলছে, নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকে। নতুন করে আক্রান্তদের মধ্যে বেলেঘাটা হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন, বাঘাযতীন হাসপাতালে ১০০ জন। এদিকে বেড না থাকায় হাসপাতালে দুর্গতির শিকার হচ্ছেন অনেকে। পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতাল ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে নার্স-স্বাস্থ্যকর্মীদের এনে সমস্যা মেটানোর চেষ্টা চালানো হচ্ছে। কলকাতা পুরসভা ১০১ থেকে ১০৯ নম্বর ওয়ার্ডেই আন্ত্রিকের প্রকোপ সব চাইতে বেশি। কিন্তু পুরসভা এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি, যার ফলে খোব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.