Header Ads

আদালতের রায়ে শেষ পর্যন্ত মিটলো ডিএ সমস্যা? পড়ুন ডিএ আপডেট।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সমস্যা দীর্ঘদিনের। কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা সঠিক সময়ে ডিএ পেলেও দুর্ভোগ কাটেনি রাজ্যের কর্মীদের। বকেয়া ডিএ আদায়ের আশায় আদালতের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত ডিএ ভাগ্যে শিকে ছেঁড়েনি।
এদিকে ডিএ সংক্রান্ত মামলা দিনের পর দিন আদালতে ঝুলে থাকার পর আজ সেই মামলার শুনানি ছিল।
উভয় পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি বলেন, ডিএ কখন দেওয়া হবে, কতটা দেওয়া হবে তা পুরোটাই নির্ভর করছে নিয়োগ কর্তার ওপর। ডিএ মামলার রায় দিতে গিয়ে এমনটাই বললেন, স্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনাল। কিন্তু কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছলেন বিচারপতি, তার কোনো সঠিক যুক্তি নেই। এরকমই মত কলকাতা হাইকোর্টের।
মঙ্গলবার ডিএ মামলায় এই মন্তব্য করেন ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি দেবাশিস করগুপ্ত। এর পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, স্যাটের রায় আর রাজ্য সরকারের অবস্থান প্রায় এক। সেক্ষেত্রে তিনি বলেন, যদি রাজ্য সরকার স্যাটের মতোই ডিএ-কে কর্মচারীদের অধিকার নয়, রাজ্য সরকারের দয়ার দান মনে করে তাহলে স্যাট যে ব্যাখ্যা দিয়েছিল সেই ব্যাখ্যাটিই হাইকোর্ট চাইলে দিতে হবে রাজ্যের সরকারকে।
প্রসঙ্গত, ডিএ মামলার পরবর্তী শুনানি ১৯ ফেব্রুয়ারি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.