Header Ads

জেতার অবস্থায় নেই তৃণমূল! পঞ্চায়েতের আগে কেন এমন বললেন খোদ ফিরহাদ?

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে পঞ্চায়েত নির্বাচন। জেলায় জেলায় সফর করে পঞ্চায়েত যুদ্ধে জয়ের গোপন কৌশল বাতলাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতো সব প্রস্তুতির মাঝখানে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এ কি কথা বললেন! এই মুহুর্তে নির্বাচন হলে জেতার মতো অবস্থায় নেই তৃণমূল!
শনিবার এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে মুর্শিদাবাদ যান ফিরহাদ হাকিম। এই সভায় যাওয়ার আগে বহরমপুর, মুর্শিদাবাদ ও ডোমকল পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন ববি। সেই বৈঠকে বহরমপুর পৌরসভার চেয়ারম্যানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তার কাজে মোটেই খুশি নন ফিরহাদ। সন্তুষ্ট নন এলাকার মানুষও। অবস্থা এতোটাই বেহাল যে এই মুহূর্তে যদি পৌর নির্বাচন হয় তাহলে জেতার অবস্থায় নেই তৃণমূল।

বেশ কিছুদিন ধরেই ওই এলাকা গুলিতে কাজের গাফিলতির অভিযোগ তুলছিলেন এলাকার মানুষ। আর পঞ্চায়েত নির্বচনের আগে এই ধরণের অভিযোগে রীতিমতো অখুশি পুরমন্ত্রী। উন্নয়ন বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ মন্ত্রী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.