Header Ads

আর বাজারে নয়, এবার অ্যাপে ক্লিক করেই পাবেন পছন্দের মাছ, তাও বাড়িতে বসে!

নজরবন্দি ব্যুরোঃ আর বাজারে প্যাচপ্যাচে কাদার মধ্যে ঘুরে মনের মতো মাছ কেনার দিন শেষ হতে চলেছে।

এবার সুধু আপনার মোবাইলের বোতামে একটা ক্লিক ব্যাস আপানার পছন্দের মতো মাছ আপনার বাড়িতে পৌঁছে যাবে এবার। শুধু রাজ্য মৎস্য দপ্তরের অ্যাপ-এর মাধ্যমে আপনাকে অর্ডারটুকু দিতে হবে। এমন ঘোষণা করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।গেছে, চলতি মাস থেকেই এই অ্যাপ চালু হয়ে যাবে।

এর পাশাপাশি মন্ত্রী আরও বলেন আগামী কিছুদিনের মধ্যেই প্রতিটি জেলা সদরে খোলা হচ্ছে “২১-এ অন্নপূর্ণা” প্রকল্প। এই প্রকল্পের আওতায় যে কেউ ২১ টাকায় মাছ-ভাত পাবেন। তবে এবার মাছে ভাতে থাকা বাঙালির আবার হইত সুখের দিন আসতে চলেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.