Header Ads

ভালোবাসার দিনে অনাথ শিশুদের মুখে হাসিই শ্রেষ্ঠ প্রাপ্তি!

রবীন প্রামাণিক, নজরবন্দিঃ আসানসোলের মহিশীলা ২নং কলোনির সার্বজনীন দুর্গা পুজা কমিটির অভিনব উদ্যোগে হাসি ফুটলো অনাথ শিশুদের মুখে। ভ্যালেন্টাইনস ডে-র দিনে 'লেট ইয়োর স্মাইল চেঞ্জ দা ওয়ার্ল্ড বাট,ডোন্ট লেট দা ওয়ার্ল্ড চেঞ্জ ইয়োর স্মাইল' স্লোগানে অনাথ শিশুদের ভালো রাখার প্রয়াস গ্রহণ করে ওই পুজো কমিটি।
শহরের যে সমস্ত অনাথ শিশুরা রয়েছে তাদের শিক্ষার সহায়ক হিসেবে উপহার হিসাবে বই, খাতা, পড়ার সামগ্রী তুলে দেওয়া হয়। তার পাশাপাশি উৎসব মুখর পরিবেশ গড়ে তুলতে তাদের নিয়েই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ থাকে খাবারের সুব্যবস্থাও৷ অনুষ্ঠানের কর্ণধার দীপক চক্রবর্তী জানিয়েছেন, "ভালোবাসা দিবসের দিনে আমরা এই শিশু, কিশোর ও শৈশবকে সাথে নিয়ে লাল নীল সবুজের মেলা বসিয়েছি৷ আগামী দিনেও আমাদের এই সদিচ্ছাকে সুদূর প্রসারী করতে চাই৷"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.