Header Ads

রাজ্যের শিক্ষকদের জন্য নতুন সুখবর নিয়ে এলো সরকার! কিভাবে নেবেন সেই সুবিধা, জানুন।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সরকারের ওপর সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের ক্ষোভের শেষ নেই। কিন্তু এবার তাদের জন্য দারুন সুখবর নিয়ে এলো সরকার। রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য চালু হয়ে গেল HRMS অ্যাপ।
কি এই HRMS অ্যাপ? এর পুরো কথা হল হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটি একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা শিক্ষকদের বহু সুবিধা প্রদান করবে। এর মাধ্যমে একজন শিক্ষকের পে-রোল, ইনক্রিমেন্ট, মাসিক বেতন, বার্ষিক বেতন সহ আরও বিভিন্ন বিষয় নথিভুক্ত থাকবে। ভবিষ্যতে রিটায়ারমেন্টের পর পেনশন এবং অন্যান্য সুবিধা খুব তাড়াতাড়ি পেতে সাহায্য করবে এই অ্যাপ।

কিভাবে এই নতুন অ্যাপের সুবিধা নিতে পারবেন? নিচে দেওয়া হল তার সমস্ত বিবরণ। ধাপে ধাপে সেগুলি অনুসরণ করুন, আর সমস্যামুক্ত অবসরজীবন যাপন করুন।
প্রথমেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
এরপর অ্যাপ ইনস্টল করুন এবং অ্যাপটি ওপেন করুন।



নির্দিষ্ট জায়গায় রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন ও সাবমিট করুন OTP রিকোয়েস্ট।
এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে। সেটি নির্দিষ্ট জায়গায় পুট করুন।
এরপর সাবমিট করলেই আপনার নিজের প্রোফাইল তৈরি হয়ে যাবে।

এখান থেকে আপনি নিজের প্রোফাইল, মাসিক বেতনের পে স্লিপ, বার্ষিক বেতনের হিসাব ইত্যাদি দেখতে পাবেন। তবে লগ আউট করে অ্যাপ থেকে বেরিয়ে গেলে পুনরায় OTP সেট করতে হবে। HRMS অ্যাপ ডাউনলোড করতে পারেন নিচের লিঙ্ক থেকেও।
* গুগল প্লে স্টোর লিঙ্ক -----

এখানে ক্লিক করুন
Loading...

৩টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.