Header Ads

রাজভবন অভিযানে ধুন্ধুমার! পুলিশের 'ঘায়ে' আহত এসএফআই কর্মীরা।

নজরবন্দি ব্যুরোঃ সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এর রাজভবন অভিযান ছিল আজ। সেই অভিযানে পুলিশি হস্তক্ষেপের ফলে সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সাথে বচসা ও হাতাহাতিতে আহত হয় ২ এসএফআই সমর্থক। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকায় বলা হয়, রাজ্যের কলেজ বা ইউনিভার্সিটিতে কোনো রাজনৈতিক ছাত্র সংসদ থাকতে পারবেনা। তার বদলে তৈরি করা হবে ছাত্র কাউন্সিল। এই ঘটনায় প্রতিবাদ জানায় ভারতের ছাত্র ফেডারেশন। প্রতিবাদে আজ রাজভবন অভিযান কর্মসূচি ছিল এসএফআই-এর। সেই মিছিলকে ঘিরেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এদিন।

এসএসআই-এর তরফে বলা হয়েছে, রাজ্য সরকার ছাত্র সংসদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে। তার প্রতিবাদ জানাতে আজকের শান্তিপূর্ণ মিছিলে অশান্তি সৃষ্টি করে পুলিশ। জোর করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.