Header Ads

পিএনবি দুর্নীতির তদন্ত চাই! শেষ দেখে ছাড়বেন, বললেন মমতা!

নজরবন্দি ব্যুরোঃ পিএনবি কেলেঙ্কারি ইস্যুতে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বাইয়ের একটি শাখায় ১১ হাজার ৪০০ কোটি টাকা জালিয়াতির বিষয়ে জানিয়ে সিবিআই-এর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের আঙুল কোটিপতি ব্যবসায়ী নীরব মোদী এবং একটি জুয়েলারি সংস্থার দিকে। ওই ব্যবসায়ীকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ব্যাংকের দুই অফিসার গোকুলনাথ শেট্টি ও মনোজ খারাটের বিরুদ্ধে। ঘটনায় ১০ জনকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এই ইস্যুতে মোদী সরকারকে কোণঠাসা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এই দুর্নীতির তদন্ত চাই। এদিন বেলপাহাড়ির এক সভায় এই বিষয়ে কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের নীতিগত সমস্যার কারণেই এই রকম ঘটনা ঘটছে। এই কেলেঙ্কারির পেছনে কারা রয়েছে তা জানতে চেয়ে মমতা বলেন, "পূর্নাঙ্গ তদন্ত চাই। এর শেষ না দেখে ছাড়বো না"।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.