Header Ads

দীর্ঘ রাজনৈতিক সন্ন্যাস কাটিয়ে আবার কি রাজনীতির ময়দানে বিগ-বি?

নজরবন্দি ব্যুরোঃ বলিউড স্টারদের সক্রিয় রাজনীতিতে আসার প্রবণতা বেশ পুরনো। সুনীল দত্ত থেকে হেমা মালিনী, এমনকি শত্রুঘ্ন সিনহার মতো তাবড় বলিউড অভিনেতারাও বেশ দক্ষতার সঙ্গে তাদের রাজনৈতিক ব্যক্তিত্বকে অভিনয়ের পাশাপাশি তুলে ধরতে সক্ষম হয়েছেন দেশের জনগণের কাছে।
কিছুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান। এবার কি সেই জুতোতেই পা গলাতে চলেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন?
কেন এমন জল্পনা?

অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্টে বহু কংগ্রেস নেতার প্রোফাইল হঠাৎই ফলো করা শুরু হয়েছে। এর আগে রাহুল গান্ধী ও কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার ছিলেন তিনি। এবার কপিল সিব্বল, আহমেদ প্যাটেল, অশোক গেহলোট, জ্যোতিরাদিত্য, শচিন পাইলট, পি চিদাম্বরম, অজয় মাকেনের মতো প্রথম সারির কংগ্রেস নেতাদের টুইটারে ফলো করতে শুরু করে দিয়েছেন অমিতাভ বচ্চন। আর তাতেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তাহলে কি ১৯৮৪ সালের পরে আবার রাজনীতিতে পা রাখছেন বিগ বি?
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.