Header Ads

বাংলায় শিল্পস্থাপনের লক্ষ্যে শুরু হলো মমতাময়ী কোল্ড স্টোরেজ এর পথ চলা।

নজরবন্দি ব্যুরোঃ নীরব মোদীর হানায় যখন দেশের তথাকথিত ব্যাঙ্কিং মহল শঙ্কিত, সেই সময় কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক শুরু করলো নতুন শিল্পস্থাপনের প্রয়াস।
পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় ও কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের আর্থিক সহযোগিতাই শোলডিহা তে শুরু হল মমতাময়ী কোল্ড স্টোরেজের পথ চলা। আজ এই বর্নাঢ্য অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তিত্ব অজিত মাইতি, প্রনব বসু, রমা প্রসাদ গিরি, নির্মল ঘোষ, নেপাল সিংহ, সন্দীপ সিংহ, সন্জয় পান, শুভ্রা কুন্ডু সহ কন্টাই কো অপারেটিভ এর শীর্ষস্থানীয় প্রশাসকরা।

সভায় শুভেন্দু বাবু মমতা ব্যানার্জীর নেতৃত্বে সমবায় আন্দোলন কে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন।এছারও সমবায় আন্দোলনে তার অভিজ্ঞতার কথা জানিয়ে এলাকায় কর্মসংস্থানের ক্ষেত্রে এই উদ্যোগের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা কি হতে পারে তাও তিনি এদিন সভায় জানান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.