Header Ads

'প্রতিটা বুথেই আমার লোক আছে', পঞ্চায়েত ভোটে বিজেপি কে সাফল্য এনে দেওয়ার গুরুদায়িত্ব মুকুল কে।

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব থাকবে দিলীপ ঘোষ ও রাহুল সিংহ-এর জুটির কাঁধে নাকি মুকুল রায়ের উপর। অনেক টানাপড়েনের পর শেষ হাসি হাসলেন সেই মুকুল রায়।
আর কয়েকমাস বাদে রাজ্যে পঞ্চায়েত ভোট, আর সেই ভোটের দায়িত্ব মুকুল রায়ের হাতেই দিল রাজ্য বিজেপি।
বিজেপি সূত্রে খবর, শনিবার কোর কমিটির বৈঠকে এই কথা ঘোষণা করলেন কৈলাস বিজয়বর্গীয়। এই রাজ্যে তৃণমূল কে এক ইঞ্চি জমি ছাড়বেনা বিজেপি, মুকুল রায়ের উপর দায়িত্ব দিয়ে সেটাই জানিয়ে দিলেন বিজেপি নেতৃত্ব। এমনটাই মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। প্রার্থী বাছাই থেকে শুরু করে লড়াইয়ের সব কৌশল সবকিছুই ঠিক করবেন তৃণমূলের এই প্রাক্তন নেতা।

উল্লেখ্য মুকুল রায় বিজেপি যোগদানের পর এরাজ্যে কিছুটা হলেও বিজেপির পালে হাওয়া লেগেছে তা বলাই বাহুল্য। অন্যদিকে মুকুল রায় দাবী করেছিলেন রাজ্যের প্রতিটি বুথে তাঁর লোক আছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাই সেই 'প্রতিটা বুথের লোক' কতটা কার্যকরী ভূমিকা নেয় সেটা দেখার জন্যে তাকিয়ে রাজ্যবাসী।




আপাতত মুকুল রায় কে রাজ্য বিজেপি পঞ্চায়েত নির্বাচনের জন্যে কনভেনার পদে নিযুক্ত করল।দিলীপ ঘোষ, রাহুল সিনহার ভূমিকা হবে কিছুটা অভিভাবকের মত। শমিক ভট্টাচার্য হলেন সহ-সভাপতি(পঞ্চায়েত নির্বাচন) এছাড়াও ১৬ জনের কমিটি তৈরি করেছে রাজ্য বিজেপি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.