Header Ads

আপাতত স্বস্তি! তৃণমূল সরকারের দাক্ষিণ্যে ৩১ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে।

নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেতা মৃণালকান্তি সিংহরায়ের রহস্য-মৃত্যু কাণ্ডে আগামী ৩১ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ মুকুলের গ্রেফতারির ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
কারণ রাজ্য সরকারের কাছে মৃণালকান্তির মৃত্যুর রিপোর্ট চেয়ে পাঠালেও সরকার আজ তা আদালতে জমা দিতে পারেনি। বাধ্য হয়ে সরকারকে রিপোর্ট পেশের জন্য আরও কিছুদিন সময় দিল আদালত। স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন নেতা নেতা মুকুল রায়।

ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, মেডিক্যাল রিপোর্ট, মৃণালকান্তির মৃত্যুর কারণ সম্পর্কিত সমস্ত নথি আদালতে পেশ করতে হবে।
বুধবার রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল ও পাবলিক প্রসিকিউটর বলেন, সমস্ত রিপোর্ট পেতে কিছুটা সমস্যা হচ্ছে। আর আদালতের কাছে এই জন্য আরও কিছুটা সময় চান। সরকারের আর্জি মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ আগামী ১৫ মার্চ রিপোর্ট পেশের নির্দেশ দেয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.