Header Ads

৭২ হাজার শিক্ষক নিয়োগ! বর্ধিত বেতন! ডিএ! সব এবছরেই!

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের শিক্ষক পদপ্রার্থী, সরকারি কর্মচারী এবং পার্শ্বশিক্ষকদের জন্য দারুন খবর ঘোষণা করলো তৃণমূলের শিক্ষা সেল। সম্প্রতি একটি লিফলেট বিলি করা হয়েছে তৃণমূলের শিক্ষা সেলের তরফে। আর তাতেই খুশির বান ডেকেছে রাজ্যের তামাম চাকরি প্রার্থী থেকে শুরু করে সরকারি কর্মীদের মনে।
তৃণমূলের শিক্ষা সেলের ওই লিফলেটে বলা হয়েছে, চলতি বছরে আরও ৭২ হাজার পদে প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ করা হবে। একই সাথে ওই লিফলেটে বলা রয়েছে, এই বছরেই ষষ্ঠ বেতন কমিশন চালু হয়ে গেলে ১৮ শতাংশের বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ তাছাড়াও আরও ১৫ শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে। একই সময়ে পার্শ্ব শিক্ষকদের জন্যেও রয়েছে সুখবর। ১০ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাদের।

এই লিফলেট প্রকাশের পরে যদিও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন। সত্যিই কি লিফলেটে যা বলা রয়েছে তা বাস্তবে রূপায়িত হবে? নাকি নির্বাচনের ঘুটি সাজানোর এটি এক অভিনব পদক্ষেপ? উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে আর কিছু দিন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.