Header Ads

শহরে মোবাইল চুরি রুখতে লালবাজারে নয়া শাখা।

নজরবন্দি ব্যুরোঃ তথ্য বলছে প্রতি মাসে প্রায় ২ হাজার মোবাইল খোওয়া যাবার অভিযোগ জমা পড়ে থানায়। তাই মোবাইল পকেট মারি বা চুরির ঘটনাকে আটকাতে বা
উদ্ধারের কাজে গতি আনতে লালবাজার চালু করতে চলেছে " মোবাইল মিসিং সেকশন"। প্রধানত শহরের যে যে জায়গাতে এই ধরনের কাজ বেশি হয় সেখানে নজরদারি ও উদ্ধারের কাজ করবে এই শাখা। পুলিশ কমিশনার রাজীব কুমার নিজে চাইছেন মোবাইল চুরি এবং উদ্ধারের কাজে জোর দিতে, কারণ এখন মোবাইলে মানুষের অনেক প্রয়োজনীয় নথি থাকে যেগুলো হারিয়ে গেলে খুব সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। সেই কারণে এই নতুন শাখা। অন্যান্য বিভাগের মত এখানেও ২জন পুলিশ অফিসার ১ জন এসআই ও পুলিশ কর্মীরা থাকবেন। কলকাতা পুলিশের এই পদক্ষেপে কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন শহর বাসী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.